[ad_1]
আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগরে মাধাইমুড়ি অগ্রণী সংসদ ও গ্রামবাসির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
রবিবার বিকেলে উপজেলার মাধাইমুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এখেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধাইমুড়ি গ্রাম সভাপতি আব্দুল হামিদ।
ফাইনাল খেলায় সেতু এন্টার প্রাইজ নওগাঁ দল ১-০ গোলে ছাতিয়ানগ্রাম বগুড়া দলকে হারিয়ে বিজয়ী হয়। পরে প্রধান অতিথি বিজয়ী দল ও বিজিত দলের মাঝে পুরস্কার ও উভয় দলের মাঝে ট্রপি তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্তারুজ্জামান বাবু, কালীগ্রাম ইউপি সদস্য শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক মনোরঞ্জন চন্দ্রসহ আরও অনেকে।
খেলা ও পুরস্কার বিতরণী শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
[ad_2]