রাণীনগরে ভেজাল জুস কারখানায় অভিযান, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


আওরঙ্গজেব হোসেন রাব্বী স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে একটি ভেজাল জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তৈরিকৃত জুসসহ অন্যান্য খাদ্যদ্রব্য ধ্বংস করে প্যাকিং মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে উপজেলার হরিশপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজার রহমান।

তিনি জানান, উপজেলার হরিশপুর গ্রামের মঈন মোল্লা নিজ বাড়িতে অবৈধভাবে জুসসহ বিভিন্ন খাবার তৈরির কারখানা খুলে তৈরিকৃত খাদ্যদ্রব্য বাজারজাত করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানায় তৈরিকৃত ভেজাল জুসসহ বিভিন্ন খাদ্যদ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে একটি প্যাকিং মেশিন জব্দ করাসহ কারখানা মালিককে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।



Source link

IT Amadersomaj