রামগড়ে হকি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি॥ খাগড়াছড়ির রামগড়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ রাসেল (২৮)কে পুলিশের বিশেষ অভিযানে ফেনির ফুলগাজি হইতে আটক করা হয়। আটককৃত আসামী রামগড় ইউনিয়নের লালছড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে।

গত ২৯শে মে ২০১৩ রামগড়ের আলোচিত হকি কোম্পানি হত্যা মামালায় খাগড়াছড়ির জর্জকোর্টে যাবজ্জীবন সাজার রায় হওয়ার পর থেকে র‌্যাব ৭, সিপিসি ১ ফেনি এর সার্বিক সহযোগিতায় ১১ই জুন রবিবার রামগড় থানার ওসি মিজানুর রহমান এর সার্বিক দিক- নির্দেশনায় রামগড় থানার এসআই (নিঃ) এসআই(নিরস্ত্র)মোঃ সামছুল আমিন, সংগীয় ফোর্সসহ র্যাব ৭(সিপিসি-১ ফেনি ক্যাম্প)যৌথ অভিযানে এসটি ১২৯/২০১৫, জিআর-৩৮/২০১৪, রামগড় থানার মামলা নং-০১(০২)২০১৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোডে ফেনির ফুলগাজী থেকে গ্রেপ্তার করা হয়।

রামগড় থানার ওয়ারেন্ট অফিসার (এসআই ) মোহাম্মদ সামছুল আমিন জানান, ফেনির র্যাব ৭ সিপিসি-১ এর সহযোগীতায় আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেনালকোডে বিশেষ অভিযানে আসামীকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তাছাড়া অত্র থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিলে অভিযান অব্যাহত আছে।

IT Amadersomaj