রামগড় ৪৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মোঃ শাহাদাত হোসেন রামগড়(খাগড়াছড়ি)॥ খাগড়াছড়ির রামগড়ের বড়ইবাগান ও পিলাকছড়া এলাকা হতে ৪৩ বিজিবির পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার(০১ আগষ্ট )ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির বাগানবাজার বিওপিতে কর্মরত হাবিলদার মোঃসিরাজুল কবিরের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন ১৪২ বোতল ও লাচারীপাড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃশহিদুল ইসলামের নেতৃত্বে ৪৮ বোতল সবমোর্ট একশত নব্বই বোতল ভারতীয় মদ আটক করা হয়, যার বাজারমূল্য ২লক্ষ ৮৫ হাজার টাকা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়ে যায়।

আটকৃত মদ পরবর্তীতে ধবংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি,জি+ জানান, সীমান্তে কোন ধরনের কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না,মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

মোঃ শাহাদাত হোসেন রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ মোবাঃ০১৭৯৪২০৬৩৭৫



Source link

IT Amadersomaj