[ad_1]
এনামুল হক ছোটন : দেশের এক নম্বর শিশু বান্ধব প্রতিষ্ঠান ময়মনসিংহ ধারাপাত বিদ্যালয়ের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
৩ দিনব্যাপী শিশু-কিশোর বইমেলার উদ্বোধন করা হয়েছে। ২৪ নভেম্বর (শুক্রবার) নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকায় অবস্থিত ধারাপাত বিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৩দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন ধারাপাত প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
ধারাপাত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবেদিতা শেলীর সভাপতিত্বে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ও স্বেচ্ছাসেবক আলী ইউসুফ, কবি সরকার আজিজ, অধ্যক্ষ এমকেএম রহমত উল্লাহ, আনন্দ মোহন কলেজে দর্শন বিভাগের অধ্যাপক নওরিন সামান্তা সৌমী সহ প্রমুখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। ৩দিনব্যাপী বইমেলার শিশু-কিশোরদের বই পাওয়া যাবে।
[ad_2]