তুমি ভাবো ভুল
ঝরা পালকে পাখির প্রস্থান
অরণ্য গহীন ঊষাহীন অন্ধকার
একবার এসে যদি দেখো প্রান্তিক অরণ্যে
তুষার আবরণ পালকের উপরে
যদি দেখো শুভ্রতায়
নক্ষত্রের দ্যুতি বিচ্যুতি
কবেকার দৃশ্যপটে গড়া মায়ান ব্যাবিলন
মেসোপটোমিয়া উপত্যকায় জীবনের উত্থান-পতন
দেখে ভাবা সভ্যতার লালন শূণ্য উদ্যান
~ হিমালয় মিনহাজ
দাগনভূঞা, ফেনী