শেরপুর-১ আসনে নৌকার মাঝি পরিবর্তন চায় দলের সাধারণ সম্পাদক ছানু

লেখক: Amadersomaj
প্রকাশ: ১০ মাস আগে


কাকন সরকার, শেরপুর : শেরপুর-১(সদর) আসনের নৌকার মাঝি পরিবর্তন চেয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু।

তিনি আজ ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের শেরপুর-জামালপুর-ঢাকা মহা সড়কের পাশে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে সরকারের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও টানা ৫ বারের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক করে ইঙ্গিত করে জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করে বলেন, আমাদের এ আসনে বিগত ২৫ বছর যাবত যিনি নৌকা চালাচ্ছেন তিনি নৌকা নিয়ে বহু আজেবাজে কাজ করেছন। তাই দয়া করে এই নৌকার মাঝি পরিবর্তন করে এক বার আমাকে নৌকার মাঝি হওয়ার সুযোগ দিন। কারণ, সারা দেশে যে উন্নয়ন হয়েছে সে তুলনায় শেরপুর সদর উপজেলায় একটি মাত্র ইউনিয়নে উন্নয়ন হয়েছে। আর বাকী সব এলাকায় আশানুরূপ উন্নয়ন হয়নি। তিনি আক্ষেপ করে বলেন, আমাদের নেতা আমি মনোনয়ন চাওয়ায় আমাকে হত্যার পরিকল্পনা করছে। যাতে এ আসনে আর কোন নৌকার মনোনয়ন চাওয়ার লােক না থাকে।

জেলা আওয়ামীলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল হোসেন রাসেলর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি সামছুন্নাহার কামাল, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, এ্যাডভোকেট মোছাদ্দেক ফেরদৌসী, জেলা কৃষক লীগ সভাপতি আব্দুল কাদের, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান সেলিম মিয়া, আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়োজিদ হাসান, সুভ্রত দে ভানু, কানু চন্দ চন্দ্র, জয়েন উদ্দিন মাহমুদ জয়সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

IT Amadersomaj