সংবাদ পরিবেশন ও উপস্থাপনায় বেতার এখনও সম্পূর্ণ স্বতন্ত্র

লেখক: Amadersomaj
প্রকাশ: ৯ মাস আগে


স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : ঢাকাস্থ বাংলাদেশ বেতার হেড অফিসের বার্তা নিয়ন্ত্রক আবু আলম বলেছেন, হাজারো মিডিয়ার মধ্যেও বাংলাদেশ বেতার এখনো তার সংবাদ পরিবেশন ও উপস্থাপনার দিক দিয়ে সম্পূর্ণ স্বতন্ত্র।

তিনি বলেন, বাংলাদেশ বেতারের সংবাদ বাংলা একাডেমীর প্রমিত বানান অনুসারে লেখা হয়ে থাকে। নির্ভুল ও বিশুদ্ধ বানানে তথ্যভিত্তিক সংবাদ সম্প্রচারে বাংলাদেশ বেতার সবসময় অপ্রতিদ্বন্দ্বী।

৭ ডিসেম্বর বৃহস্পতিবার ‘সংবাদের মানোন্নয়ন ও নিউ মিডিয়া কার্যক্রম’ বিষয়ক মতবিনিময় সভায় সংবাদ তৈরি ও লিখনে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার, কক্সবাজার এ মতবিনিময়ের আয়োজন করে। কেন্দ্রের সভাকক্ষে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী। এতে বার্তা বিভাগের অনুবাদক ও সংবাদ পাঠিকা রোজিনা আক্তার রুজি, সংবাদ অনুবাদক মাইনুদ্দীন হাসান শাহেদ, আজাদ মনসুর, কক্সবাজার সদর উপজেলা সংবাদদাতা মোঃ রেজাউল করিম, উখিয়া উপজেলা সংবাদ দাতা ফারুক আহমদ, মহেশখালী উপজেলা সংবাদদাতা আমিনুল হক, কোন মিডিয়ার রোতাব চৌধুরী, বার্তা বিভাগের সহ শিল্পী তসলিমা আক্তার, সাবরিনা সাবরিন ইতি, হিসাব রক্ষক ফাহাদ সাকিব, অফিস সহায়ক জ্যোতি মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় নিউ মিডিয়া কার্যক্রম সম্প্রচারে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেয়ার আহ্বান জানানো হয়।

IT Amadersomaj