সদর উপজেলার ভূমি অফিসসমূহে দালাল বন্ধে এসিল্যান্ড এইচ এম ইবনে মিজানের আকস্মিক অভিযান 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


এনামুল হক ছোটন॥ ময়মনসিংহ সদর উপজেলা ভাবখালি ইউনিয়ন ভূমি অফিস ও দাপুনিয়া ইউনিয়ন ভূমি অফিস আকস্মিকভাবে পরিদর্শন করেন ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এইচ এম ইবনে মিজান। এ সময় কোন দালাল উপস্থিত আছে কিনা তা গেট বন্ধ করে সবার সমস্যা শোনার মাধ্যমে যাছাইবাছাই করেন তিনি। পাশাপাশি সেবা প্রত্যাশীদের বিভিন্ন সমস্যার কথা শোনে তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়গুলো সমাধান করে দেন।

এ সময় উপস্থিত সকলকে উদ্দেশ্যে ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এইচ এম ইবনে মিজান জানান, নিজের কাজ ব্যতীত অন্যের কাজ নিয়ে ভূমি অফিস কিংবা ইউনিয়ন ভূমি অফিসে গমন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। অন্যথায় যে কোন আকস্মিক পরিদর্শনে হাতেনাতে পাওয়া গেলে যেতে হবে শ্রীঘরে। এখন থেকে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও জানান, নিজের কাজ নিজে করুন, দালালদের থেকে দূরে থাকুন।

ইউনিয়ন ভূমি অফিস কিংবা উপজেলা ভূমি অফিস কোথাও হয়রানির স্বীকার হলে কিংবা অতিরিক্ত টাকা দাবী করলে সাথে সাথে আপনার এসিল্যান্ডকে জানান, পারলে অডিও বা ভিডিও করে রাখুন।

০১৭৩৩৩৭৩৩২৭ নাম্বারে ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে না পারলে বিস্তারিত লিখে এস এম এস দিবেন, কল ব্যাক করা হবে।

IT Amadersomaj