আব্দুল্লাহ আল মামুন : গ্যাস ট্যাবলেট খেয়ে এক এস এসসি পরিক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল দশটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি মাধ্যমিক বিদ্যালয়ে।
নিহত এসএসসি পরিক্ষার্থীর নাম সুমাইয়া খাতুন। সে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের আহাদ আলীর মেয়ে।সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর জব্বার জানান, জাতীয় সঙ্গীত শেষে এসএসসি পরিক্ষার্থী ক্লাসে যায়। এ সময় সে বমি করতে থাকে, বমির সাথে গন্ধ বের হয়। এ ঘটনাটি তিনি জানার সাথে সাথে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সে মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর নজরুল ইসলাম জানান, মেয়েটি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তিনি বলেন কি কারনে মেয়েটি আত্মহত্যা করেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।।