সুনামগঞ্জে প্রতিপক্ষের আঘাতে গুরুতর জখম যুবক

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


সুনামগঞ্জ প্রতিনিধি॥ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন লম্বা দা দিয়ে মাথায় কোপ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত মোজাহিদ মিয়া ( ২৬) উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের মকবুল মিয়ার ছেলে।

(২৩ই জুলাই) রোববার সন্ধ্যা ৭ টার সময় আহত মোজাহিদ পেশা একজন নৌকা চাল পার্শ্ববর্তী ডাম্পের বাজার থেকে প্যাসেঞ্জার নিয়ে আসলেই উপজেলার সীমান্ত এলাকা ট্যাকেরঘাট নৌকা ঘাটে ঘটনাটি ঘটেছে।

আহত মোজাহিদকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় নিয়ে যায় এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন।

আহতর বড় ভাই কাদির মিয়া জানান, আমার ছোট ভাই কে প্রাণে মারার চেষ্টা করলেও নৌকা ঘাটে পর্যটক সহ অসংখ্য লোকজন থাকার কারণে প্রাণে মারতে পারেনি, আসামি আব্দুল গফুর ওরফে (গফুর মুন্সী) প্রাণে মারার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এখন আশংকাজনক অবস্থা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে।

ঘটনার পরদিন (২৪সে জুলাই) সোমবার, দুপুরে আহতর বড় ভাই কাদির মিয়া (৪১) বাদী হয়ে উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের শফর আলী (৪৭), রহমত আলী (৫৫), তুরাব আলী (৬০), আব্দুল গফুর (৪৪) ওরফে (গফুর মুন্সী) উভয় পিতা মৃত আব্দুল হাসিম।  ইদু মিয়া (২৪) আব্দুল কাদির (২৮) উভয় পিতা তুরাব আলী। মোফাজ্জল মিয়া (৪০) পিতা আবেদ আলী গ্রাম হারিগাতি, থানা কমলাকন্দা জেলা নেত্রকোনা সহ আরো ২/৩ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এর কাছ থেকে জানতে চাইলে উনি বলেন, আমি থানার বাহিরে আছি, বিষয়টা জেনে নেওয়ার জন্য।

দায়িত্বে থাকা এসআই আরফিন আহামেদ বলেন, অভিযোগ পেয়েছি ওসি স্যারের নির্দেশনা তদন্ত অপূর্ব আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

IT Amadersomaj