[ad_1]
সময় সংবাদ রিপোর্টঃ জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৬৪তম আসরে বাংলাদেশের ছয় সদস্যের দলের মধ্যে তিনজন ব্রোঞ্জ পদক জিতেছেন।
তারা হলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ (২৪ নম্বর), ঢাকা কলেজের এস এম এ নাহিয়ান (২৪ নম্বর) এবং রংপুরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শাহরিয়ার হোসেন (২০ নম্বর)।
এ ছাড়া দুজন সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন। তারা হলেন, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের দেবপ্রিয় সাহা রায় (১৭ নম্বর) এবং চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জিতেন্দ্র বড়ুয়া (১৬ নম্বর)।
এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড গত ৭ জুলাই উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে শুরু হয়। এরপর বুধবার জাপানের চিবায় চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হয়। চূড়ান্ত পর্বেই এসব পদক পেয়েছেন বাংলাদেশ গণিত দলের সদস্যরা।
বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার ফেসবুক পোস্টে লেখেন, ‘২০২৩ সালের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জন্য তিনটি প্রথম ঘটনা ঘটেছে। এগুলো হলো প্রথম বাংলাদেশি হিসেবে বিশেষ পুরস্কার জয়, গণিত অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশি সমন্বয়ক এবং প্রথমবারের মতো বাংলাদেশের প্রস্তাব করা প্রশ্ন পরীক্ষার সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়া।’
[ad_2]
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক : মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
সোহরাওয়ার্দী এভিনিউ বারিধারা ঢাকা 1212
অফিসঃ 09638152617 │বিজ্ঞাপনঃ 01701884405│বিজ্ঞাপনঃ 01701884405
ইমেইল : info@amadersomaj.com│ওয়েবসাইট : amadersomaj.com
স্বত্ব ©২০২৪ আমাদের সমাজ