যখনই গল্প পড়া বুঝেছিলাম তখনই হিমুর প্রেমে পড়ি , যখনই প্রেমিক পছন্দ করে ছিলাম তখনই শুভ্রকে খুঁজে ছিলাম ।যখন রহস্য বুঝতে শিখেছিলাম মিসির আলীকে খুবই ভালোলাগা শুরু করলো ।
শুভ জন্মদিন হে শব্দের ও ভাবনার জাদুকর ॥
বাংলা সাহিত্যের মহানায়ক আপনি , হুমায়ূন আহমেদ স্যার।আজ আপনার ৭৪তম জন্মদিন। স্যার আপনাকে কি করে বলুন ভুলি । আজ আমাদের বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যের দরবারে মাথা উঁচু করে যাদের জন্য দাঁড়িয়েছে বলতে পারি আপনি তাদের মধ্যে অন্যতম ,আমরা গর্ব করে বলতে পারি আমাদের একজন হুমায়ূন আহমেদ ছিলেন। যিনি কোটি মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন, চোখের জল লুকিয়ে কাঁদতে শিখিয়েছেন। জোছনার আলোয় নিজেকে গা ভাসিয়ে জাগাতে শিখিয়েছেন। জীবনের প্রতিটি মুহূর্তের গল্পে মানুষকে আনন্দ দিয়ে বাঁচাতে শিখিয়েছেন।
একটাই কষ্ট এই যে আপনি বই মেলায় আর ফিরবেন না । আপনাকে আর ছুঁয়ে দেখার সৌভাগ্য হবে না কারো । পৃথিবীতে জলের মত গা ভাসানো জোছনা আসবে , শ্রাবন মাসে টিনের চালে নামবে ইলশে গুঁড়ির বৃষ্টি কিন্তু আপনি আসবেন না। কিন্তু সেই সৌন্দর্য দেখার জন্য আপনি আসবেন না! আপনার শূন্যতা কিছু দিয়েই পূরন হবে না।
ধন্যবাদ হে প্রিয় কিংবদন্তি সাহিত্যিক । বাংলা সাহিত্যের মহান জনপ্রিয় নায়ক প্রতিটা ক্ষেত্রেই যে অতুলনীয় । আমাদের প্রচন্ড ভালোবাসার মানুষের তালিকায় আপনি সবার উপরেই স্থান করে আছেন , আমরা আপনাকে অনেক ভালোবাসি । সবসময় ওপারে ভালো থাকবেন স্যার । মহান আল্লাহ পাক আপনার আত্নার শান্তি প্রদান করুন আমিন ।