কারো জন্য আকাশ হতে পারাটা সৌভাগ্যের । আপনি যখন কাউকে অনেক পেয়ে যাবেন আপনার তখন আকাশ হওয়ার ইচ্ছাটা মরে যাবে । আপনি নিজেই তখন কারো জীবনের গাংচিল হতে চাইবেন । আর ভেবে বসেই থাকবেন এই আকাশটায় আমি উড়েই বেড়াবো যখন তখন ।
আপনি অবশ্যই ভুল ,কারন ভালোবাসা ও সম্পর্ক কিছুটা স্বার্থপর আপনি মুখে যতই বলেন না কেন , আপনি এক তরফা ভালোবাসায় বিশ্বাসী তাকে ভালোবাসতে তাকে দরকার নাই , এটা সম্পূর্ন আবেগের কথা । ভালোবাসতে হয় দুতরফের থেকে কেউ বেশি এফোর্ট দিলে আপনার হয়তবা কম দিতে হবে , কিন্তু দিতে হবে এটাই সত্যি । না হয় বছরের পর বছর একটা মানুষ আপনাকে সমান মানসিকতায় কখনই ভালোবাসতে পারবে না ।
সম্পর্কে যত্ন শিখতে হয় , কারন অযত্নে অবহেলার শিকড় বড় হতে হতে আপনার প্রতি অপর মানুষটার মায়া কমতে থাকে । কারন তার নিত্য অভিমান তাকে শিখায় একসময় নিজেকে গুটিয়ে নিতে । আপনি হয়তবা ভেবেই বসে থাকেন আপনাকে ছাড়া তার কোন ব্যাটার অপশন নেই । কিন্তু জানেন কি কোয়ালিটি সব সময়ই কোয়ালিটিকে আকর্ষন করে । আপনি অবশ্যই এমন কোন পার্সন কে ভালোবাসেন নি যে আপনার যোগ্য না ? হূম যে মানুষটা আপনার যোগ্য , তবে আপনার চেয়ে ব্যাটার অপশন তার জন্য অপেক্ষামান থাকে । এটাই সত্যি । নিজেকে গাংচিল ভাবার আগে তারজন্য আগে আকাশ হতে চেষ্টা করুন । তবেই না আপনি উড়তে পারবেন যখন তখন ।
~মাসুমা ইসলাম নদী