নিয়োগের নামে বানিজ্য, গণমাধ্যমকর্মীকে হুমকি

লেখক: Amadersomaj
প্রকাশ: ৯ মাস আগে


 

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর মির্জা গোলাম হাফিজ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়া ও অফিস সহায়ক পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। গত রোববার দুপুর ২ টায় নিয়োগ পরীক্ষা বসার কথা থাকলেও পরীক্ষা বসে ২.৪০ মিনিটে।

বিশ্বস্ত  সূত্রে অনিয়মের খোঁজ পেয়ে গণমাধ্যমর্কমী ও বোদা উপজেলার বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান (খোলা কাগজ) ঐ স্কুলে উপস্থিত হয়ে চারজন প্রার্থী পরীক্ষা না দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকায় তাদের বক্তব্য নিতে গেলে স্থানীয় নুরল বিডিআরএর ছেলে ও ঐ স্কুলের এক শিক্ষিকার স্বামী আল-মোমিন বাবু মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পরে সেখান থেকে আব্দুর রহমান লিলারমেলা বাজারে এলে তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় ঐ বাবু।

আয়া পদে আবদেনকারী সাথী আক্তার বলেন, পরীক্ষা দিব না৷ আগেই অনৈতিক উপায়ে দুজনকে সিলেক্ট করা হবে।

আয়া পদে আরেক আবদেনকারী আফরোজা বলেন, লোকদেখানো পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দিয়ে কি হবে !

আবদেনকারী লাবুর স্ত্রী বলেন, আমরা এই স্কুলের জমিদাতা। টাকা নিয়ে প্রার্থী সিলেক্ট হয়েছে।

অফিস সহায়ক পদে আবদেনকারী আবু তৌহিদ বলেন, পরীক্ষা দিব না, ২৬ লাখ টাকার চুক্তি হয়েছে ফরহাদ ও শারমিনের সাথে, অগ্রীম টাকাও নেওয়া হয়েছে,  তাদেরকেই চাকরী দিবে।

গণমাধ্যমকর্মী আব্দুর রহমান বলেন, প্রকাশ্য প্রাণনাশের হুমকির কারনে আটোয়ারী থানায় অভিযোগ দিয়েছি।

আটোয়ারী থানার ওসি বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্কুলের প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র বলেন, আরিফুল আর ফরহাদ সিলেক্ট হয়েছে। আনুষাঙ্গিক খরচ আমি নিজে করেছি। কারো কাছে টাকা নেইনি।

উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার বলেন, অফিস সহায়ক পদে ফরহাদ হোসেন প্রধান ও আয়া পদে শারমিন আক্তারকে সিলেক্ট করা হয়েছে।

IT Amadersomaj