মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা লজ্জাহীন বিজয়ের উল্লাস

লেখক: Amadersomaj
প্রকাশ: ৮ মাস আগে


লজ্জাহীন বিজয়ের উল্লাস
বস্রহীন পাগলের মত!
এই উল্লাস এই বিজয়
ঘৃণা করি আমি
যেখানে ভোট দিতে পারে না নাগরিক।

যেখানে দিনে রাতে কতিপয়শ্রেণী
একাই মারে সীলের উপর সীল
ভরে ব্যালট বাক্স;
আমি তা ঘৃণা করি।

যেখানে আঠারো কোটি মানুষের অধিকার
মুষ্টি বদ্ধ কয়েকজন মানুষের হাতে;
তাদের আমি ঘৃণা করি।

লজ্জাহীন বিজয়ের উল্লাস
বস্রহীন পাগলের মত!
গণতন্ত্র তালা দেওয়া মুখ;
বাকস্বাধীনতা শিকলে বন্দী।
সেই বিজয় আমি ঘৃণা করি;
ঘৃণা করি অট্টহাসি।

লজ্জাহীন বিজয়ের উল্লাস – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj