রাণীনগরে ১০টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

লেখক: Amadersomaj
প্রকাশ: ৮ মাস আগে


আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে হারানো ও চুরি যাওয়া ১০টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে রাণীনগর থানা প্রাঙ্গনে মোবাইলের মালিকদের হাতে মোবাইল ফোনগুলে তুলে দেন ওসি আবু ওবায়েদ।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, উপজেলার সদর বাজারসহ বিভিন্ন এলাকা থেকে গত নভেম্বর, ডিসেম্বর ও চলতি মাসের ৮ জানুয়ারি পর্যন্ত বেশ কয়েকজনের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হারিয়ে যায় এবং চুরি হয়ে যায়। এসব ঘটনায় মোবাইলের মালিকরা রাণীনগর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। জিডির পরিপ্রেক্ষিতে থানা পুলিশ মোবাইল ফোনগুলো উদ্ধার অভিযান শুরু করেন। গত কয়েকদিনে থানার এসআই তাজুসহ অন্যান্য অফিসার ফোর্স ১০টি মোবাইল ফোন উদ্ধার করে। এরপর মঙ্গলবার দুপুরে এসব মোবাইল ফোনের মালিকদের থানায় ডেকে ১০ জন মালিকের কাছে ১০টি মোবাইল ফোন হস্তান্তর করি।

এদিকে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে রাণীনগর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন মোবাইল ফোনের মালিকরা।

IT Amadersomaj