নাটোরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা 

লেখক: Amadersomaj
প্রকাশ: ৮ মাস আগে


ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনব্যাপী ভেজাল বিরোধী অভিযানে ১,৫৫,০০০/= (এক লক্ষ পঁঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধরার ১০ জানুয়ারি ২০২৪ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা শাখার সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃতে অভিযান পরিচালনা করা হয়।বড়াইগ্রাম উপজেলার ও লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে অভিযান পরিচালনা করেন।

বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা- অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক মহোদয়ের অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক৷ নাটোর মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, লালপুর ও বড়াইগ্রাম মহোদয়ের সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ১০ জানুয়ারি, ২০২৪ খ্রিঃ তারিখে ‌নাটোর জেলার বড়াইগ্রাম ও লালপুর উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

সকাল ০৮:৩০ টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অবস্থিত সেলিমের গুড় আড়ৎকে (স্বত্বাধিকারী: সেলিম) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৩৫,০০০/=, (পঁয়ত্রিশ হাজার টাকা), একই উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অবস্থিত দিলারুল গুড় আড়ৎকে (স্বত্বাধিকারী: দিলারুল) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২০,০০০/= (বিশ হাজার টাকা), একই উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অবস্থিত তছলিম গুড় আড়ৎকে (স্বত্বাধিকারী: তছলিম) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৫,০০০/= (পাঁচ হাজার টাকা মাত্র), একই উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অবস্থিত তালেব গুড় আড়ৎকে ( স্বত্বাধিকারী: তালেব) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২০,০০০/- (বিশ হাজার টাকা মাত্র) একই উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অবস্থিত তয়জান গুড় আড়ৎকে (স্বত্বাধিকারী: মো: জুলহাস আলী) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা মাত্র), একই উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অবস্থিত রহমান বেকারীকে (স্বত্বাধিকারী: রহমান) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৫,০০০/= (পাঁচ হাজার টাকা মাত্র), একই উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অবস্থিত চৌধুরী ফুডসকে (স্বত্বাধিকারী: মোছাব্বির হোসেন চৌধুরী) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার), বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর বাজার এলাকায় অবস্থিত ইসমাইলের গুড় আড়ৎকে (স্বত্বাধিকারী: ইসমাইল) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ১৫,০০০/= (পনের হাজার টাকা মাত্র), টাকাসহ সর্বমোট ১,৫৫,০০০/= (এক লক্ষ পঁঞ্চান্ন হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।নাটোর জেলার RAB-05 এর সিপিসি-০২ এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

IT Amadersomaj