আমার একটা প্রেম হোক,
নিরস্বার্থ প্রেম!
যেখানে কোনো চাওয়া পাওয়ার –
দাবি থাকবে না।
থাকবে না কাম-বাসনার আক্রোশ।
কবিতায় হবে হাজারও আলাপ –
রাত জাগার গল্প,
নিরস্বার্থ ভালোবাসা।
সে আমার হাত ধরবে,
আমি তার চুলের গন্ধ নেব।
সে আমার চোখে চোখ রাখবে,
আমি তার কথা শুনব।
তার গল্প কথায় লিখে ফেলবো
ছোট-বড় কাব্য কিংবা মহাকাব্য।
আমার একটা প্রেম হোক,
নিরস্বার্থ প্রেম!
নিরস্বার্থ প্রেম – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য