[ad_1]
বৃষ্টি ভেজা এই শহরে,
তোমার আমার দেখা হবে,
অচেনা কোন এক গলিতে।
ঝিরিঝিরি বৃষ্টির সুরে,
মন পাখি উড়বে দূরে,
তোমার মুখের দিকে তাকিয়ে।
আকাশে মেঘের ঘনঘটা,
ভেজা মাটিতে সুবাস ফুটা,
হৃদয়ে তোমার স্মৃতি জাগবে।
হঠাৎ দেখা তোমার হবে,
চোখে চোখ পরবে,
থেমে যাবে সব কথা।
বৃষ্টির ফোঁটা ঝরে পড়বে,
গালে তোমার লেগে যাবে,
মুখ বন্ধ করে হাসবে তুমি।
হাত ধরে তোমার,
গলিতে হেঁটে যাবো,
বৃষ্টি ভেজা এই শহরে,
তোমার আমার গল্প হবে।
বৃষ্টি ভেজা শহর – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]