[ad_1]
আকাশে তুমি উঠেছো,
আলোয় পৃথিবী ভরেছো।
মৃদু আলোয় ঝলমলে,
সবকিছু করেছো সুন্দর।
তোমার আলোয় ফুলেছে ফুল,
গাছে বসে গান গায় কুল।
তোমার আলোয় হেসে খেলে,
শিশুরা করে মনের খেলা।
তুমি জ্যোৎস্না রাণী,
রাতের রাজনী।
সবাই তোমার কাছে ধন্য,
তুমি সবারই প্রিয় জ্যোতির্ময়ী।
তুমি দেখেছো সব ইতিহাস,
দেখেছো সব আনন্দ-বিষাদ।
তুমি শুনেছো সব কথা,
তুমি জানো সব রহস্য।
তুমি সবার কাছেই প্রিয়,
তুমি সবারই আশীর্বাদ।
তুমি চিরকাল থাকো,
আমাদের আকাশে উজ্জ্বল।
জ্যোৎস্না রাণী চাঁদ – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]