বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

টাঙ্গাইলে ৬৮ হাজার কৃষক পাচ্ছেন সার ও সরিষা বীজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৩ টাইম ভিউ

[ad_1]

নিজস্ব প্রতিবেদক: রবি মৌসুমে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির আওতায় চলতি মৌসুমে এবার টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৬৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে সার ও সরিষা বীজ পাচ্ছেন। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। ইতোমধ্যে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু করেছে টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়- টাঙ্গাইল সদরে ৯ হাজার ৭০০ হেক্টর, বাসাইলে ৮ হাজার ২০০ হেক্টর, কালিহাতীতে ৫ হাজার ৭০০ হেক্টর, ঘাটাইলে ৫ হাজার ৫৫০ হেক্টর, নাগরপুরে ১৫ হাজার ২০০ হেক্টর, মির্জাপুরে ১৪ হাজার ৯৫০ হেক্টর, মধুপুরে ২ হাজার ৬০০ হেক্টর, ভূঞাপুরে ৩ হাজার ৬০০ হেক্টর, গোপালপুরে ৬ হাজার হেক্টর, সখিপুরে ৩ হাজার ৬০০ হেক্টর, দেলদুয়ারে ৪ হাজার ৫০০ হেক্টর ও ধনবাড়ীতে ২ হাজার ৪০০ হেক্টর। সবমিলিয়ে ৮২ হাজার হেক্টর জমিতে এ বছর সরিষা চাষ হচ্ছে। গতবারের চেয়ে ৪৬০ হেক্টর বেশি।

কৃষি প্রণোদনার মধ্যে রয়েছে- ১ বিঘা জমির জন্য ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

এদিকে, বিতরণ কর্মসূচির আওতায় বুধবার (১৩ নভেম্বর) সকালে জেলার ভূঞাপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে সরিষা বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন, উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল ও ফরমান শেখ প্রমুখ।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আশেক পারভেজ বলেন, সরিষা চাষাবাদে দেশের দ্বিতীয় জেলা টাঙ্গাইল। চলতি মৌসুমে জেলায় ৬৮ হাজার কৃষক বিনামূল্যে সার ও সরিষা বীজ প্রণোদনা পাচ্ছেন। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এবারের উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ১০ হাজার ৭০০ মেট্রিক টন সরিষা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

[ad_2]

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |