বুকের ভিতরে অদ্ভুদ ভাবে এক ছটফট করে একটা ডানা জাপটানো পাখি যার মুক্তি নেই ।
অস্হির সময়টা থমকে দাঁড়ায় আমি প্রান পনে ছুঁটে যাই ।ভিতর ও বাহিরে শান্ত ভাবেই আমি আমার অস্হিরতা পুষি , আমার কষ্ট পুষি, আমার এই অবুজ আমিটাকে পুষি ।
আফসোস তবুও আমি শান্তি পোষতে পারলামই না ।
~মাসুমা ইসলাম নদী