একমাত্র ওভার থিংকার জানে তার কষ্ট গুলো কতোটা ভয়ানক । এই ওভার থিকিং করার কারনে সে কখনো ঠিকমত খুশি হতে পারে না ।অযাচিত ভয় তাকে সব সময়ই তাড়িয়ে বেড়ায় ।প্রিয় মানুষ গুলো নিয়ে তারা হয়ে থাকে ওভার প্রটেক্টিভ ।তাদের জীবনে যে কেউ তাদের মনে জায়গা করে নিতে পারে না ।
তারা মানুষের ভালো ও মন্দ দুটো সাইড বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেয়ে । সব সময়ই যে তাদের সিদ্ধ্যান্ত সঠিক হয় তা কিন্তু নয় ।তারা তাদের মনের কাছে ভীষণ অসহায় । এ মানুষগুলো জীবনে একজন শক্ত মানসিকতার মানুষ প্রয়োজন হয় । তারা যখন ভীষন ভেঙ্গে পড়ে ওসময় এমন একজন মানুষ দরকার হয় যে মানুষটা তাকে অভয় দিয়ে বলবে – এত চিন্তা করার কি আছে আমি তো আছি তোমার পাশে । শুধু এতটুকু কথা ওদের জীবনে ম্যাজিকের মত কাজ করে ।ওরা ভালো থাকতে পারে ।
একজন ওভার থিকাংর যখন মুখে কিছু বলে না, তখন তার পরিস্হিতি বুঝে সাপোর্ট করুন তাকে । তার জীবনে শুধু মাত্র তার প্রিয় মানুষটার সাপোর্ট অনেক জরুরী ।তাকে ওভাবে ট্রিট করুন যতটা স্নেহ দিয়ে একজন বাচ্চাকে ট্রিট করা হয় । জাষ্ট তার চিন্তার জট খুলে গেলে বিশ্বাস করুন তার মত ভালো মানুষ আর একটাও নেই ।
~মাসুমা ইসলাম নদী –