তারপর অনেক দিন পর আমাদের দেখা হবে ,
আমি তাকাবো বিস্ময়ে তোমার কাঁচাপাকা দাঁড়ি
কুঁচকে যাওয়া কপাল , রিডিং গ্লাসের পাওয়ার আরে প্লাসে বাড়ানো ॥
সিগেরেটহীন তোমার নিরেট ঠোঁট , তুমি হয়তবা
আমাকে দেখবে , সেদিন হয়তবা এ ভাবে ডাকবে না , আমি নীরবতা ভেঙ্গে বলবো তুমি আগের মতই অনেক সুদর্শন আছো ।
তুমি হাসবে , আমি মনে করবো অতীত আমাদের শেষ বিদায়ের বেলা , যেদিন তুমি শেষ বার আমাকে জড়িয়ে ধরে বিদায় নিয়েছিলে সে সময়ের কথা ॥
আমি হিসাব মিলাব , শূন্য , থেকে আরো শূন্যে , ঘুমহীন রাত , বুকের মধ্যেখানে চাকুর আঘাতের মত বিঁধে থাকা তুমি , সারাজীবন বয়ে বেড়ানো যন্ত্রনা ।
আমি মুখে না বলেই , তোমাকে বলে দিব আমাকে দুরত্বে রাখার সিদ্ধ্যান্ত তোমার , আমাদের দেখা হবে না এই নিয়ম তোমার , আমি তুমিহীন থাকার
প্রহসন ও তৈরী তোমার ॥
সেদিন চোখ মেলে দেখে নিতে আমাকে পারবে তো ? আমি তোমার অবেলার অতীত আমার মুখোমুখি হতে পারবে তো?
আমাদের সেদিনের বিদায় বেলায় কোন কথা হবে না , আমি জানি এরপর আমাদের আর কখনো দেখা হবে না ॥
~দেখা হবে না
~মাসুমা ইসলাম নদী