আমি ও আমাকে চিনি না

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago

কারো প্রতি আমার কোন অভিযোগ নাই , অভিযোগের ইনবক্স টা অনেক আগেই আমি বন্ধ করে দিছি ,,
আমার বাজে স্বভাব টা আমাকে ভিষন মনের বিরুদ্ধে যোদ্ধ ঘোষনা করে যখন কারো প্রতি মন উঠে যায় , ফিরে ও তাকায় না ,,,,
আমি এমন কেন এই কথাটা খুব নিজেকে বলি ,,
আমি কেন এমন ? ক্ষমা করতে পারিনা কেন ?
আমি অথচ ক্ষমা করি কিন্তু , ভূলিনা সে যত প্রিয় মানুষ ই হোক তার সে আঘাত টা আমাকে নতুন করে শেপ দেয় জীবন যাত্রায় ।
আমি মানুষ ভাল না , ছোট বেলা থেকেই শুনে আসছি 😌ভিষন বদ রাগী অথচ আমি রাগ করি না ।
অথচ সবাই জানে আমি অনেক বেশি ফ্রেন্ডলি ,,
আমাকে কথা দিয়ে জয় কর সম্ভব , সে জয়ে আমি আমাকে রান্না করে দিয়া দিব কিন্তু মুশকিল হয় তখনই যখন খেতে খেতে ভূলে যান আমি নামক একটা মানুষ ও আছে যার মন আছে ব্যক্তিত্ব আছে ,,, যাকে খেতে খেতে বলছেন লবন কম হইছে ,,,যার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে ও পরে ফেলছেন ।তারপর ,,,,,? আপনি তো আমার জন্য অনেক করছেন ,
পয়েন্ট টু বি নোটেডট আমি কারো থেকে একটা ফেভার নিলে আমি তাকে দুইটা ফেভার করি ,,,
সব হারিয়েছি বিবেক না ,,,।
তাই অনেক বিদায়ে গুড বাই বলি না আমি ,,,
আপনার কার্যক্রম আমাকে যেতে বাধ্য করছে আপনার এলাকা ছেড়ে ,,,এমন ভাবে চলে গেছি আপনি হয়ত ভূলে যাবেন আমার অস্তিত্ব ছিল কোন সময় আপনার আশেপাশে ,,,
সব সহ্য হয় কিন্তু কথার আঘাত না রে পাগলা ,,,,আমাকে দুইটা চড়ে কাঁদানো সহজ না কিন্তু কথার আঘাতে মেরে ফেলা যায় ,,,তাই মরা মানুষ ফিরে না সহজ কথা ।

কাউকে কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না কিন্ত ধরে রাখাও নিজের মনের বিরুদ্ধে তা ও সম্ভব না ।

আজ যে কষ্ট আপনি পাচ্ছেন এই টা আমি পাইছি বলব না , আমি এই কষ্টটা মাটি চাপা দিছি মনের মাঝে কারন আমি চাইনি এটাকে নিয়ে ঘাটতে ,,,
আমি অকৃতজ্ঞ বলতে পারেন ,, কারন কৃতজ্ঞতায় আমার দিন গুলো উজার করে দিয়াছি যখন কি আমার জন্য বেহশত বানিয়ে দিয়াছিলেন ?
আমার তো কাউকে দরকারই নেই ,,,,আমি ভিষন একা যুদ্ধ করে ই আজকের আমি,,, যেটা আপনি ও জানেন ।
ন্যাকামী , লুলামী করা আমার স্বভাব বিরূদ্ধ হূম বলতে পারেন এই মানুষটা আপনি চিনেন না ,,,
Actually আমি ও আমাকে চিনি না।

  • ? আপনি তো আমার জন্য অনেক করছেন
  • । তাই অনেক বিদায়ে গুড বাই বলি না আমি
  • Actually আমি ও আমাকে চিনি না।
  • অভিযোগের ইনবক্স টা অনেক আগেই আমি বন্ধ করে দিছি
  • আপনার কার্যক্রম আমাকে যেতে বাধ্য করছে আপনার এলাকা ছেড়ে
  • আমাকে কথা দিয়ে জয় কর সম্ভব
  • আমাকে দুইটা চড়ে কাঁদানো সহজ না কিন্তু কথার আঘাতে মেরে ফেলা যায়
  • আমার বাজে স্বভাব টা আমাকে ভিষন মনের বিরুদ্ধে যোদ্ধ ঘোষনা করে যখন কারো প্রতি মন উঠে যায়
  • আমি অকৃতজ্ঞ বলতে পারেন
  • আমি এই কষ্টটা মাটি চাপা দিছি মনের মাঝে কারন আমি চাইনি এটাকে নিয়ে ঘাটতে
  • আমি এমন কেন এই কথাটা খুব নিজেকে বলি
  • আমি কেন এমন ? ক্ষমা করতে পারিনা কেন ? আমি অথচ ক্ষমা করি কিন্তু
  • আমি ভিষন একা যুদ্ধ করে ই আজকের আমি
  • এমন ভাবে চলে গেছি আপনি হয়ত ভূলে যাবেন আমার অস্তিত্ব ছিল কোন সময় আপনার আশেপাশে
  • কারন কৃতজ্ঞতায় আমার দিন গুলো উজার করে দিয়াছি যখন কি আমার জন্য বেহশত বানিয়ে দিয়াছিলেন ? আমার তো কাউকে দরকারই নেই
  • কারো প্রতি আমার কোন অভিযোগ নাই
  • ছোট বেলা থেকেই শুনে আসছি 😌ভিষন বদ রাগী অথচ আমি রাগ করি না । অথচ সবাই জানে আমি অনেক বেশি ফ্রেন্ডলি
  • তাই মরা মানুষ ফিরে না সহজ কথা । কাউকে কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না কিন্ত ধরে রাখাও নিজের মনের বিরুদ্ধে তা ও সম্ভব না । আজ যে কষ্ট আপনি পাচ্ছেন এই টা আমি পাইছি বলব না
  • পয়েন্ট টু বি নোটেডট আমি কারো থেকে একটা ফেভার নিলে আমি তাকে দুইটা ফেভার করি
  • ফিরে ও তাকায় না
  • ভূলিনা সে যত প্রিয় মানুষ ই হোক তার সে আঘাত টা আমাকে নতুন করে শেপ দেয় জীবন যাত্রায় । আমি মানুষ ভাল না
  • যাকে খেতে খেতে বলছেন লবন কম হইছে
  • যার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে ও পরে ফেলছেন ।তারপর
  • যেটা আপনি ও জানেন । ন্যাকামী
  • লুলামী করা আমার স্বভাব বিরূদ্ধ হূম বলতে পারেন এই মানুষটা আপনি চিনেন না
  • সব সহ্য হয় কিন্তু কথার আঘাত না রে পাগলা
  • সব হারিয়েছি বিবেক না
  • সে জয়ে আমি আমাকে রান্না করে দিয়া দিব কিন্তু মুশকিল হয় তখনই যখন খেতে খেতে ভূলে যান আমি নামক একটা মানুষ ও আছে যার মন আছে ব্যক্তিত্ব আছে
  • IT Amadersomaj