মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা টলমলে আঁখি

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


পড়িয়া লাল শাড়ি,সেদিন গেলে চলে
তোমার দু’টি আঁখি ভরিয়া জল
অঝোরে ঝরে, করে ছল ছল,
মনে পড়ে সে দিনের কথা
বলে ছিলে তুমি-
জোছনা ভরা রাতে,
আসিব ফিরে, করিও অপেক্ষা।

ভেবে সেই পূর্বকথা,
চোখে আসে জল, করে টলমল
কুয়াশাচ্ছন্ন আলো আঁধারে-
যেনো অচিন আমি।
শূন্য বুকে সমুদ্রের কালস্রোত
কন্ঠে জড়তায় তোমার প্রতীক্ষা।

টলমলে আঁখি – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

এখানে এপর্যন্ত ৬টি মন্তব্য এসেছে।

IT Amadersomaj