মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা নিদ্রাহীন রজনী

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


আমিও নবীন, রাত ও নবীন,
নিদ্রা আসা কঠিন।
আমার হৃদয়ে বারবার তুমি আসবে,
কেমন আছো তুমি সেই নিঃস্বপ্নে?

কখনো না জানি কি হয়ে যায়,
অন্ধকারে ভাসা আমার চোখে।
তবুও আশা ধরে থাকি কোথায়,
সকল দুঃখ দূর হবে তোমার ছোঁয়া পেয়ে।

তুমি হাত বাড়িয়ে দাও আমার দিকে,
হারানো বিশ্বাস আসবে আবার ফিরে।
সময় কেটে যায় নিঃস্বপ্নে –
ঘুম না আসে চোখে,
তুমি প্রার্থনা হলে উজ্বল আলো।

তোমার নির্মল ভালবাসা,
পরমাত্মার কাছে আমার প্রার্থনা ।
আমিও নবীন, রাত ও নবীন,
নিদ্রা আসা কঠিন।

নিদ্রাহীন রজনী – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।

IT Amadersomaj