মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা রাত্রি শেষে ভোর

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


আবার আসিবো ফিরে, কাল সকালে,
সূর্য উঠে দিবস হবে পুনরায়।
নতুন কিছু নিয়ে তোমাদের মাঝে,
যা হারিয়ে গেছি এই দুনিয়ার প্রয়াসে।

তখন কথা হবে, শব্দ ছন্দ কবিতায়,
প্রেম আর ভালোবাসার।
এখন আর নেই তায়, এই নিশি রাতে,
কোনো আলো নেই,
সারা রাত হারানো ভয়।

নিকোশ কালো রাত্রি, সকলের তরে,
তোমাদের পাশে আছি সদা।
রাত শেষেও মনে রেখো আমায়,
আমি সদা তোমাদের সাথে ।

রাত্রি শেষে ভোর – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।

IT Amadersomaj