[ad_1]
জানি তুমি আমার নও,
তবুও করে যাই আশা
পাবনা তোমায় জানি,
তবুও নেই জরা, নেই ঝোক।
তুমি নও কোনো পণ্য
যাকে দাবি করবো –
আর নিজের বলে হবে গন্য।
তবুও বিহঙ্গী মনে আমার –
শুধু তোমার ভাবনা।
ভালো লাগার চেয়ে একটু বেশি,
ভালোবাসার চেয়ে একটু কম,
এ যেনো চলতি সময়ের বাস্তবতা।
তবুও কিছুটা পাগল আমি,
কিছুটা আবেগি এই মন,
বদনে নীরবতা।
জানি ক’দিন পর সময়ের নীড়ে –
হয়তো থমকে দাঁড়াবে।
তুমি হারাবে হয়তো অন্যের বহুতে,
উজ্জ্বল নক্ষত্রের মতো পূর্ব আকাশে।
চাহিবার মোহে তোমাকে নয়,
পাহিবার মোহে তোমাকে চাই।
পাহিবার মোহে তোমাকে চাই – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]