[ad_1]
এমন একটা ঘর হোক-
যেথায় রইবো মিলে দুজনায়‚
এমন একটা স্বপ্ন হোক-
আঁকবে আমায় মন আল্পনায়।
এমন একটা তুমি হোক-
যে হবে শুধুই আমার‚
এমন একটা মন হোক-
হবে শুধুই আমার বসবাস।
এমন একটা কলম হোক-
ছন্দ হবো শুধুই আমি‚
এমন একটা কবিতা হোক-
সেথায় শুধু আমার ছবি।
একটা তুমি হও – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ৪টি মন্তব্য এসেছে।
[ad_2]