[ad_1]
কম্পিত মানবী সব
চুরি হয়ে যাওয়া হৃৎকম্পন
কি ফিরিয়ে দেয়
সুমধুর প্রণয়ে?
অবিকল প্রেমের বক্ষস্থল
কীসব চৈতন্যের হামাগুড়িতে
তরঙ্গ তোলে।
যদি হিতার্থী মানবী
হিংসা নাইবা করে কদাচ
তবু রসালাপে তো
কাতরতা ছাড়ে না সব নির্যাসে।
আর অপেক্ষা
এভাবেই হোক শুরু
হৃদয়ের সমুদ্র মন্থন।
সমুদ্র মন্থন – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
# কাব্য
[ad_2]