[ad_1]
তুমি যদি সকাল হও
আমি হব সোনালী দুপুর
তোমার পায়ে পড়িয়ে
দিব- ভালবাসার নূপুর।
তুমি যদি বিকেল হও
হব পড়ন্ত বিকেলের আলো
পড়ন্ত বিকেলের সূর্যকে
সাক্ষী রেখে- বলবো তোমায় বাসি ভালো।
তুমি যদি সন্ধ্যা হও
হয়ে যাব আমি আঁধার রাত
শীতল হাওয়ায় জ্যোৎস্না আলোয়
ঘুরবো দু’জন হাতে রেখে হাত।
আমার চাওয়া তে তুমি – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]