[ad_1]
এই থাকবে খানিক আরও?
এমন সন্ধ্যা হলে গাঢ়?
এমন ভিজলে জলে মন‚
তুমি থাকবে কিছুক্ষণ?
নাকি অন্য কোথাও কেউ-
তুলেছে বুকের ভেতর ঢেউ‚
ঢেউয়ে নাও ভাসাবে বলে-
এমন উতলা হও?
কেউ কি তোমার চুলের বাজে
নিত্য গুঁজে জবা?
তাই বলে তুমি যাচ্ছো চলে-
আমায় করে একা।
চুলের বাজে জবা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ৬টি মন্তব্য এসেছে।
[ad_2]