[ad_1]
হৃদয়ে দাগ কেটে যায়-
কিছু কথা,
কিছু হাসি,
কিছু ভালাবাসা,
কিছু নীরবতা!
চোখের চাহনি-
বলতে চাই অনেক কথা,
কম্পিত ও্দ্বয় থেমে যায়-
কোনাে এক অদৃশ্য বারণে.!
তখন কবিতা কথা.!
যে কথায় মিশে থাকে-
না বলা কথা গুলোই হয়-
অজস্র ক্ষত চিহিত গোপন ব্যথা.!
গোপন ব্যথা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ৪টি মন্তব্য এসেছে।
[ad_2]