[ad_1]
মালা গেঁথে রেখো-
ঝরা বকুলের,
প্রতিটি ফুলে চুম্বন দিও-
তব মিষ্টি অধরের!
যদি ফিরে আসি প্রিয়-
গলেতে দিও পড়িয়ে,
ভালোবেসে প্রিয় উষ্ণ আদরে-
এ বুকে নেবো জড়িয়ে!
যদি না ফিরি-
ভুলে যেও মোর গান!
মোর সমাধিতে দুহাত ভরে-
বকুল করিও দান!
ঝরা বকুল – মােহাম্মদ শেখ শাহিনুর রহমান ।
#কাব্য
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]