[ad_1]
তন্দ্রাচ্ছন্ন হলে'ই তোমারি প্রেমময় মায়া
প্রতিচ্ছায়া হয়ে আমায় ঘেরে –
নিভু নিভু – কাতর পাপড়ি মেলে খুঁজি,
এই তুমি এলে বুঝি।
বারান্দার কোলের নিশিগন্ধা ছুড়ায়;
তুমি মিটিমিটি হেসে সৌরভ চড়াও –
আর আমায় ডাকো!
জানালার গ্রিল ছুঁয়ে বাহিরে দৃষ্টি আমার;
হিম হিম পাবনের দোলা চেখে,
মুখে লাগে -এ যেন তোমারি স্পর্শ পাই।
প্রিয়সী কেমনে তোমায় ভুলি?
তুমি আমার আলো – আশা,
তুমি আমার ভালোবাসা।
প্রেমময় মায়া – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]