[ad_1]
কোনও এক একলা রাতে‚
তাকিয়ে চাঁদের দিকে;
এত আলোর মাঝেও যে তোর-
দৃষ্টি হবে ফিকে!
এমনই সেই গহীন রাতে-
চাঁদটা যেমন জ্বলবে..
বরফ শীতল মনটা যে তোর-
তেমন করেই গলবে!
বুঝবি সেই আন্ধার রাতে‚
না পেয়ে আমার দেখা;
চাঁদের মতই মনোমুগ্ধকর তুই‚
চাঁদের মতই একা!
চাঁদের মতই একা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
[ad_2]