মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা জল

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago


জল যখন একাকী থাকে-
বাতাস তখন সঙ্গোপনে;
একলা এসে স্পর্শ করে‚
মনটাকে জড়িয়ে ধরে।

জল যখন একাকী থাকে-
সূর্য তাকে স্পর্শ করে..
প্রেমের ঘর আলো করে‚
হারিয়ে যায় মেঘের কোলে।

জল যখন একাকী থাকে-
হঠাৎ এক জোয়ার এসে;
ছন্নছাড়া করে তাকে —
একটুখানি ছুঁয়ে দিয়ে।

জল – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।

এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।

IT Amadersomaj