[ad_1]
কিছুটা উম চোখে রেখো_
কিছুটা তোমার নিঃশ্বাসে ..
আর কিছুটা হিয়ায় রেখো_
শীত কাটানোর বিশ্বাসে।
কবিতার মাঝে উম পুরে দেই_
শব্দ ভাবের মুড়কিতে …
অনুভবের রৌদ্র পথেই_
আসবো মনের খিড়কিতে।
উম – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ১টি মন্তব্য এসেছে।
[ad_2]