[ad_1]
চলো নিজেদের বদলায়-
চলো বৃষ্টিস্নাত হই,
চলো মনের জমিনকে সিক্ত করি.!
চলো ধৈর্যের বীজ বপন করি-
সিক্ত মনের জমিনে.!
চলো আলো জ্বালি-
সকল আঁধার করি দূর.!
চলো মানবতার তরে ছায়া হই-
হৃদয় ভূমিতে রোপন করি সবুজ বৃক্ষ.!
চলো ভালোবাসি-
ভালোবাসা দিয়ে বদলে দেয় সমাজটাকে.!
চলো নিজেদের বদলায়- মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
এখানে এপর্যন্ত ৪টি মন্তব্য এসেছে।
[ad_2]