[ad_1]
ভালো তো কত কাউকেই বাসি;
যাকে দেখি ভালোবাসি।
হ্যাঁ ভালোবাসি,
আকাশ কে ভালবাসি,
রাতের পূর্ণিমার চাঁদ কে,
ভালোবাসি।
নিয়নের আলো –
মেঠোপথ, ধান ক্ষেত-
শস্য শ্যামল গ্রাম ও প্রিয়সীর হাসি
বড্ড ভালোবাসি।
হ্যাঁ ভালোবাসি –
তোমাকেও সমগ্র বিশ্বকে ভালোবাসি।
ভালোবাসি,খুব ভালোবাসি।
হ্যাঁ ভালোবাসি – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]