[ad_1]
আমি গলায় সুর বাঁধলে
হোক তা যতই মন্দ;
বেসুরো হলেও সেটাই সেরা
আমার কাছে অনন্য।
আমি কিছু লিখলে —
হোক তা যতই ছন্দহারা‚
সেটাই তখন কাব্য হবে
আমার কাছে সেরা।
আমি নাকি চলি আমার
খেয়াল খুশির ছলে?
বুঝতে হবে ঝরছে হেথা
নিন্দুকেরই বোলে।
সেটাই সেরা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]