রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

আমি বাঁচবো অবিচল – মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৮ টাইম ভিউ
আমি বাঁচবো অবিচল – মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ, লেখক ও কলামিস্ট।

আমি বাঁচবো অবিচল

মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

 

ইট-কাঠ পাথরের শহর ঢাকা

দিনের বেলায় হাজারো গাড়ির সাইরেন

আর সন্ধ্যা নেমে আসলেই

রাস্তার পাশে হাজার সোডিয়াম লাইট;

 রাস্তার পাশে লাইট ও গাড়ির হেডলাইটগুলো মিলেমিশে যেন হাজারো জোনাক পোকার মেলা।

 

এগুলো দেখছি আর ভাবছি,

গাড়ি আর রাস্তার কত সুন্দর প্রেম;

গাড়িগুলো চাইলে,রাস্তার সাথে অভিমান করে কোথাও থেমে থাকতে পারে না!

এবং রাস্তারও কদর কম না

সে কখনো ফাঁকা থাকে না

 

কিন্তু আমি কি কারনে ফাঁকা?

আমার প্রেম কেনো তোমার সাথে,

এত সুন্দর ভাবে গড়ে উঠলো না?

 

তুমি হয়তো জানো না!

আমার বুকে আগুন থাকে আর

চোখে থাকে জল!

তোমার জন্যই মনে আমার

আষাঢ়-শ্রাবণের ঢল।

 

তোমার মনে পড়ে?

বকশিবাজার, নীল ক্ষেত, শান্তিনগর,বেইলী রোড,জাপান গার্ডেন,টোকিও টাওয়ারের কথা?

 

টোকিও টাওয়ারে শিপন শাড়ি হাউজে

জাপান থেকে আনা কি সব,নামিদামি শাড়ি?

এসবগুলো শপিংমলে একদিনই আমরা ঘুরতাম

তুমি কত বিরক্ত হতে।

 

এখনো কি তুমি?

তোমার প্রিয় তমাকে নিয়ে এভাবে ঘুরে বেড়াও?

এখনো কি মার্কেটের সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়?

নাকি কষ্টকে এখন আর কষ্ট মনে করো না?

বিরক্তি যার,ভালবাসা তার।

 

জানো তুমি?

আমার মনের কক্ষ পথে,

তোমার জন্য জমাট বাঁধা

স্বপ্নের শতদল

 

আর তুমি জানবেই বা কি করে?

যদি জানতে,

তাহলে কি আর আমার সাথে

করতে এতো ছল?

 

জীবন-স্রোতের বিপরীতে

আমার ভাবনা অবিরত

সত্যি বলতে নিত্যদিনই

আমার বুকে দুঃখ জমে

পলি মাটির মত।

 

তোমার কাছে তাই খুঁজে ফিরি

সীমাহীন ভালোবাসার হীমাচল 

তুমি আমার মন ভেঙ্গে

গড়ালে চোখের জল।

 

তোমার জন্যই,মনের ভিতর আমার,কষ্ট শতশত পাথর চাপা কান্না বুকে সইতে পারিনাতো

তুমি কখনো বুঝবে কি,এই হৃদয়ের অনল 

তোমার ভালোবাসা পেলে

আমি বাঁচবো অবিচল

সত্যি বলছি,

আমি বাঁচবো অবিচল

আমি বাঁচবো অবিচল

তোমায় নিয়ে

আমি বাঁচবো অবিচল….!

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |