বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো পাকশী ফুরফুরা শরীফের মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১ টাইম ভিউ

[ad_1]

স্টাফ রিপোর্টার॥ দেশ, জাতি ও দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের মুক্তি কামনা করে লাখ লাখ মুসল্লীদের আখেরি মোনাজাতে আল্লাহু আমীন ধ্বনীর মধ্য দিয়ে শেষ হলো পাবনা ঈশ্বরদীর পাকশী ফুরফুরা শরীফের ৭১তম বার্ষিক ইছালে ছওয়াব।

আজ শনিবার ১৮ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় এবং এ বছরের ইছালে ছওয়াব মাহফিল শেষ হয়।

মোনাজাত পরিচালনা করেন, ফুরফুরা শরিফের গদ্দীনশীল পীর মাওলানা আবুবক্কর আব্দুল হাই মিসকাত সিদ্দিকী আল কোরাইশী। তিনি বাংলায় মোনাজাত পরিচালনা করেন।

আখেরি মোনাজাতে ধর্মপ্রান মুসল্লীদের আত্মশুদ্ধি ও নিজ নিজ গুণাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে রহমত প্রার্থনা করা হয়। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লিরা আকুতি জানান। যে যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন আল্লাহর দরবারে। মোনাজাতে লাখো ধর্মপ্রান মুসলিম আখেরাতের মুক্তি কামনায় কান্নায় বুক ভাসিয়েছেন।

এ ছাড়াও মাহফিলে ওয়াজ করেন, হজরত মাওলানা মোস্তফা মাদানী সিদ্দিকী আল কুরাইশী,হজরত মাওলানা আয়াতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশী,হজরত মাওলানা মোজাহিদ সিদ্দিকী আল কুরাইশী ও হজরত মাওলানা মিফতাহূল জান্নাহ সিদ্দিকী আল কুরাইশী।

উল্লেখ্য যে, গত ১৫ ফেব্রুয়ারি আসরের নামাজের পর থেকে চারদিনব্যাপী ইছালে সওয়াব মাহফিল শুরু হয়ে আজ ফজরের নামাজ আদায়ের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

এই মাহফিলে স্থানীয় মুসল্লীসহ বিশ্বের বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

[ad_2]

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |