বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

প্রথমবারের মতো নির্বাচনে হারলেন মাহাথির মোহাম্মদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১০ টাইম ভিউ

[ad_1]

আবদুল কাদের, বিশেষ প্রতিনিধি॥ ৫৩ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো নির্বাচনে পরাজিত হলেন মালয়েশিয়ার বর্ষীয়ান নেতা মাহাথির মোহাম্মদ (৯৭)। গতকাল শনিবার মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিজের আসন থেকে হেরে গেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। এ পরাজয়কে তাঁর সাত দশকের রাজনৈতিক জীবনের ইতি হিসেবে দেখা হচ্ছে।

১৯৬৯ সালে নির্বাচনে দাঁড়ানোর পর থেকে মাহাথিরের এটা প্রথম হার। এর আগে গত মাসে মাহাথির বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, নির্বাচনে হারলে তিনি রাজনীতি থেকে অবসরে যাবেন।

ভোট গ্রহণের এক দিন পেড়িয়ে গেলেও এখনো নিশ্চিত হওয়া যায়নি মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী কে। তবে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ ৮৩ আসন পেয়ে এগিয়ে আছেন পাকাতান হারাপানের আনোয়ার ইব্রাহিম ও ৭৩ আসন জয়লাভ করে পেরিকাতান ন্যাশনালের সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। ক্ষমতায় থাকা বারিসান ন্যাশনাল পেয়েছে মাত্র ৩০ আসন।

এককভাবে প্রধানমন্ত্রী হতে হলে ১১২ টি আসন নিশ্চিত করতে হবে

[ad_2]

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |