বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

জামালপুরে দীর্ঘ আট বছর পর ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০ টাইম ভিউ

[ad_1]

মোঃ হৃদয় ইসলাম জামালপুর॥ জামালপুরে দীর্ঘ আট বছর পর ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মির্জা আজম এমপি।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জিএসএম মিজানুর রহমান মিজান , জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, সাবেক সদস্য নারায়ন চন্দ পাল,সাবেক সদস্য জিএস শাহরিয়ার উজ্জ্বল সহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা যুবদের মাদক-সন্ত্রাস থেকে দুরে রাখে।

সরকার খেলা ও খেলোয়াড়দের উন্নয়নে যেসব সুযোগ সৃষ্টি করছে সেসব সুযোগ কাজে লাগাতে হবে।

পরে ১২টি ক্রিকেট ক্লাবকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মেরিলিবন ক্রিকেট ক্লাব(অংকুর) বনাম মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

মোট ১২টি ক্রিকেট ক্লাব টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। পরে শেখ কামাল স্কেটিং প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।

[ad_2]

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |