বেনাপোলে ২শ’ বোতল ফেনসিডিল ও ভারতীয় প্রসাধনীসহ গ্রেফতার ৩

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


বেনাপোল প্রতিনিধি॥ বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী ও ২০০ বোতল ফেনসিডিলসহ তিনজন কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে স্থলবন্দর এলাকা থেকে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ইউসুফ মন্ডল (৩৬) ও মো. জুয়েল রানা (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। অপর দিকে ভারতীয় প্রসাধনীসহ ঝিকরগাছা থানাধীন মাগুরা গ্রামের মৃত নূর আলী মন্ডলের ছেলে নবীছদ্দিন (৫২) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইউসুফ মন্ডল ভারতের গোপালনগর থানার খাবরাপোতা গ্রামের বশির মন্ডলের ছেলে ও জুয়েল রানা বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামের সেলিম মোড়লের ছেলে। এদিকে একই দিনে অভিযান চালিয়ে বেনাপোল টু যশোরগামী মহাসড়কের ফুটপাত রাস্তার উপর হতে ভারতীয় বিভিন্ন প্রসাধনী, শাড়ী, লোহার তৈরী নজেল সহ একজনকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, স্থলবন্দর এলাকা থেকে ২০০ বোতল ফেন্সিডিল সহ দুইজন ও ভারতীয় প্রসাধনীসহ একজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

IT Amadersomaj