মেহেরপুর ড.এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মোঃ স্বপন আলী, মেহেরপুর॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও গণতন্ত্রের মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পতি ও দেশবরেণ্য খ্যাতিনামা পরমাণু ও পদার্থবিজ্ঞানী, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ডঃ এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার আত্মার মাগফিরাত কামনা করে ছাত্রলীগ সহ সভাপতি তানভীর আহমেদের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ডঃ এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমদহ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে ড. এম এ ওয়াজেদ মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মাদ্রাসার নাবালক ছাত্ররা দুই খতম কোরআন শরীফ খতম করেন।মাদ্রাসার নাবালক বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রওশন আলী টোকন, সভাপতিত্ব করেন: তানভীর আহমেদ,সহ-সভাপতি মেহেরপুর জেলা ছাত্রলীগ ও সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, আরো উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি রিন্টু,আমদহ যুব সংঘের সভাপতি রোকনুজ্জামান বিশ্বাস সহ্ ওয়ার্ড আওয়ামীলীগ ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিল পরিচালনা করেন দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ঈমাম হাফেজ মো: ফয়জুল্লাহ, হাফেজ আব্দুল মোমিন ।

IT Amadersomaj