রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০২ অপরাহ্ন

নাটোর ৪ আসনে এমপি মনোনয়নে শতভাগ আশাবাদী জাকির হোসেন 

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৩ টাইম ভিউ

[ad_1]

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ৪ বড়াইগ্রাম ও গুরুদাসপুর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে শতভাগ আশাবাদী বলে জানালেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব ডঃ আইনুল হকের ছেলে বর্তমান নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা বক্তব্য রাখেন আওয়ামী লীগের এই নেতা বনপাড়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন । তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি চ্যালেঞ্জিং আর নির্বাচনকে ঘিরেই দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে দলীয় প্রচার-প্রচারণা সহ মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ।

তারই ধারাবাহিকতায় নাটোর ৪ বড়াইগ্রাম গুরুদাসপুরে আসনে বর্তমানসহ নতুন এমপি পদপ্রার্থীদের চলছে নানামুখী তৎপরতা ইতিমধ্যেই বর্তমান সহ আরো ৬ জন দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছেন।

সাবেক ছাত্রনেতা কে এম জাকির হোসেন আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসাবে দেখতে আমরা বদ্ধপরিকর। এবং আমি বিশ্বাস করি ও শতভাগ আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী যে স্মার্ট বাংলাদেশ গঠনের যে ঘোষণা দিয়েছেন তারই প্রেক্ষাপটে নাটোর চার বড়াইগ্রাম ও গুরুদাসপুরে যে উন্নয়ন হয়েছে তা আরো গতিশীল করতে আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দিবেন।

তিনি আরো জানান বিএনপি জামায়াতের কাছে নির্যাতিত পরিবার হিসেবে সকলের কাছে জানা আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ডক্টর আইনুল হক এই দলের জন্য জীবন দিয়েছেন আমার পরিবার নির্যাতিত হয়েছেন। এত প্রতিকূলতার মধ্যেও বনপাড়া বাঁসী আমাকে পরপর তিনবার মেয়র নির্বাচিত করেছেন তাই আমার বিশ্বাস আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আমি নৌকা প্রতীক পাই এবং জননেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ দেন তবে দলের সকল ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মী সমর্থকদের নিয়ে আমি নির্বাচনে বিজয় সুনিশ্চিত করে দেখাবো ইনশাআল্লাহ

মেয়র আরও বলেন, দলের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী নাটোর ৪ আসনে জনমত যাচাই করে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আওয়ামী লীগের কর্মীদের কল্যাণে দেশ ও জাতি গঠনে যিনি কাজ করেন তাকেই জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দেবেন বলে আমি আশা রাখি সেক্ষেত্রে আমি একজন যোগ্য এমপি পদপ্রার্থী হিসাবে নিজেকে দাবি করি এবং আশা রাখি জননেত্রী শেখ হাসিনা আমাকেই নৌকা প্রতীক দিয়ে দেশ জাতির কল্যানে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার সুযোগ দিবেন।

উল্লেখ্য বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস সহ গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাহিদুল ইসলাম সরকার, নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহমদ আলী আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দলীয় কর্মকাণ্ড সহ প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন।

[ad_2]

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |